৩৭৭ ধারা কি এবং বাংলাদেশে ৩৭৭ ধারা থাকা কতটা অমানবিক?

৩৭৭ ধারা আসলে ব্রিটিশ কলনিয়াল পেনেল কোড যেইটা ১৯৬০ এ ব্রিটিশ সরকার দ্বারা করা হয়। এই ধারা এ কেউ যদি প্রাকৃতিক নিয়ম এর বিরুদ্ধে গিয়ে পুরুষ , নারী বা জন্তুদের সাথে যৌনসংগমে লিপ্ত হন তাহলে তারা যাবজীবন সাজা বা ১০ বছর পর্যন্ত কারাবাস হতে পারে । একইসঙ্গে জরিমানাও করা হতে পারে । কোন পুরুষ বা মহিলা একই লিঙ্গের কারো সঙ্গে যৌন সংসর্গ করলে তাও অপরাধ বলে গণ্য করা হয় এই আয়িন এ । মজার বিষয় হল যে দেশ এই ধারা শুরু করেছিল সেই দেশই ১৯৬৭ সালে এই ধারা নিরমুল করেছে । সাথে সাথে অনেক দেশই এই ধারা নির্মূল করেছে । বর্তমান সময়ে ২০১৮ সালে ভারত এই ধারা বর্জন করেছে । আমাদের বাংলাদেশের মতো কিছু দেশ আছে যারা এখনো এই ধারা কঠোর ভাবে মানে আবার সেই ভাবে শাস্তিও দিয়ে থাকে । এইদিক দিয়ে বাংলাদেশের আবস্তা খুবই খারাপ ।

আজকে বাংলাদেশে সমকামিতা নিয়ে কথা বলা বিব্রতকর। যদি আপনি সমকামি নাও হন তারপরেও তাদের অধিকার নিয়ে কথা বললে আপনি বিপদএ পরবেন। আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে । এর আগে একই পথে হেঁটেছেন আভিজিত রায়, তন্ময় মজুমদার, জুলহায মান্নান এর মত মানুষরা । আমার মত যারা আছেন তারা হয়ত আর দেশ এ থাকতে পারেন নাই। দেশ ছাড়তে হয়েছে । কারন আপনি নিরাপদ না । যখন তখন যেকোনো কিছু হতে পারে । আর সত্য কথা অধিকার এর কথা বলা থেকে আমি হয়ত পেছনে হটব না আর । কারন আমি বিশ্বাস করি মানুষ হিসেবে সবার বাচার সমান অধিকার আছে ।

আজকে বাংলাদেশের আবস্তা এতটাই করুন যে সমকামিদের লুকিয়ে থাকতে হয় । যাদের পরিস্থিতি আরও খারাপ তারা হয়ত আত্মহত্যা এর পথ বেছে নেয় নয়ত নিজের বিপরিত লিঙ্গের মানুষ এর সঙ্গে থেকে সারাজীবন বলাৎকার এর শিকার হন ।এই ৩৭৭ ধারা দিয়েই এখনো বাংলাদেশে সমকামিদের নির্মূল করার কাজ চলছে। হয়ত অনেক সমকামি এর মাধ্যমে দেশ ছেড়ে চলে যাচ্ছে , অনেকে হয়ত আত্মহত্যা এর পথ বেছে নিচ্ছে । কি পরিমান অমানবিক আবস্তা হলে একটা দেশএ সমকামিদের এইভাবে লুকিয়ে লুকিয়ে জীবন পার করতে হয় ? বাংলাদেশের মতো দেশ এ এর প্রতীকার কল্পনাতীত।

আমরা যে আজকাল অনেক খবর দেখি আত্মহত্যা কেন্দ্রিক যেগুলো প্রচার করা হয় প্রেম কেন্দ্রিক আত্তহত্তা কেন্দ্রিক আসলেই কি সেগুলো প্রেম কেন্দ্রিক আত্মহত্যা ?প্রশ্ন কিন্তু উঠে । এদের মধ্যে অনেকে দেখবেন একাকিত্তে , চাপে , নিজেদের দেশের এমন আবস্তা দেখে আত্মহত্যা এর পথ বেছে নিচ্ছে । একটা দেশ এর ভাল করতে হলে সেই দেশ এর সব মানুষদের সমান অধিকার দিতে হবে । যেইটা আমরা সমকামিদের থেকে কেড়ে নিয়ে ওদেরকে বঞ্চিত করে দিচ্ছি । এইটার জন্য ৩৭৭ ধারা নির্মূল অপরিহার্য । কিন্তু এখনকার পরিস্থিতিতে এটা ভাবাও কল্পনাতীত ।

18 Responses

  1. লেখাটিতে বাস্তবতার ছোঁয়া আছে।

  2. লেখার কোন দিকটা আপনার ভালো লেগেছে, বলবেন?

  3. লন্ডনে বইসা বালের লেখা লিকস? দেশে আয় সাহস থাকলে

  4. এমন লেখাই সমাজ বদলায়।

  5. তোদেরকে ঠ্যাঙ্গাইয়া এই দেশ থেকে বের করে দিবো

  6. চোখ খুলে দেওয়ার মতো লেখা।

  7. তোর মা তো একটা খানকি, তাই তোর মতো একটা জারজ সন্তান জন্ম দিশে। খানকির ভোদা ফাটিয়ে দিবো আরেকবার।

  8. আপনার শব্দচয়ন অসাধারণ।

  9. আপনি কি সবসময় এমন বিরূপ থাকেন?

  10. আপনার ভাষা খুব মিষ্টি।

  11. তোর এতো বড় সাহস কিভাবে হলো তুই আমার দেশে সমকামিতা বৈধ করতে চাস?

  12. আপনি হচ্ছেন একজন কাফের। একজন কাফের হয়ে এসব ব্যাপারে লেখেন কোন সাহসে?

  13. লেখাটা পড়লাম। সবার সামনে সত্যটা তুলে ধরেছেন দেখে আপনাকে সাধুবাদ জানাই।

  14. বিদেশে আছেন বইলা কইতে পারতেসেন দেশে আসার চেস্টাও কইরেন না।

  15. তাইলে তুইও একজন সমকামী? তড়ে রাস্তায় ফালাইয়া কুত্তা দিয়া আগে চুদামু, তারপর তর মাথা এক কোপে আলগা কইর‍্যা নদিতে ভাসায় দিবো। শালা মাগির পোলা।

  16. উসাকনি মুলক কথা ।বিদেশে থাইকা এইগুলা কেম্নে দেখেন আম্রাত সালা দেশে আছি এইগুলা তো দেখি না খালি ফালতু কথা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *